আবার প্রথম ওভারে উইকেট কাটার মাস্টারের
Published : Tuesday, 20 April, 2021 at 12:00 AM
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় রাজস্থান রয়্যালস। দুই পেসার জয়দেব উনাদকাট আর চেতন সাকারিয়া শুরু করেন বোলিং আক্রমণ। তৃতীয় পেসার হিসেবে ইনিংসর চতুর্থ ওভারে বল হাতে নেন মুস্তাফিজ। গত ম্যাচে দিল্লির বিপে প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েই উইকেট তুলে নিয়েছিলেন কাটার মাস্টার। আজ চেন্নাই সুপার কিংসের বিপওে দেখা গেল তার একই রূপ।
ইনিংসের চতুর্থ ওভারে বল করত এসে নিজের পঞ্চম বলে ফিরিয়ে দেন রুতুরাজ গায়ড়োকারকে (১০)। মুস্তাফিজের একটি দুর্দান্ত স্লোয়ারে মিড অফ থেকে ক্যাচ নেন শিবম দুবে। এর মাধ্যমেই দলীয় ২৫ রানে প্রথম উইকেটের পতন ঘটল চেন্নাইয়ের। ওই ওভারে তিনি দিয়েছেন মাত্র ৩ রান। অন্যদিকে বেদম মার খেয়েছেন জয়দেব উনাদকাট। নিজের তৃতীয় ওভারে দিয়েছেন ১৯ রান।