
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংয়ের করোনা শনাক্ত হওয়ার পর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমস) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার তার করোনা শনাক্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করার তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
এরআগে, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ভারতে করোনার দ্বিতীয় ঢেই মোকাবিলার পাঁচটি পরামর্শ দিয়েছিলেন মনমোহন সিং।