ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডোমারে শহীদ মিনার নির্মাণ কাজ উদ্বোধন
Published : Sunday, 18 April, 2021 at 7:52 PM
ডোমারে শহীদ মিনার নির্মাণ কাজ উদ্বোধন নীলফামারীর ডোমারে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের বিশেষ এবং জেলা পরিষদের তহবিল হতে এই শহীদ মিনারটি নির্মিত হচ্ছে।

রবিবার দুপুরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনম, সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল, ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।