ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মালদ্বীপের দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন
Published : Sunday, 18 April, 2021 at 1:44 PM
মালদ্বীপের দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনমালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে , ১৭ এপ্রিল ২০২১  ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপনকরা হয়।

মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

 তরজমা সহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় । দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয় ।

 অতঃপর হাই কমিশনের প্রথম সচিব ও দুতালায় প্রধান জনাব মো: সোহেল পারভেজ দিবসটির তাৎপর্য ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে তার বক্তব্য প্রদান করেন ।
মালদ্বীপের দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

 মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ।

 পরিশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি  রাষ্ট্রদূত  রিয়াল এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান তার মূল্যবান বক্তব্য প্রদান করেন ।

রাষ্ট্রদূত বক্তব্যের শুরুতে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জেলখানায় নিহত জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করেন । জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির কথা বিশেষভাবে উল্লেখ করেন। মালদ্বীপের দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু শুধুমাত্র সরকারের একার চেষ্টা দেশের উন্নতি ও অগ্রগতির জন্য যথেষ্ট নয়। আমাকে-আপনাকে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে সোনার বাংলা গড়া সম্ভব হবে।


করোনা মহামারীর প্রাদুর্ভাব এবং স্বাগতিক দেশের জনসমাগমের উপর কঠোর বিধি নিষেধের কারণে সীমিত পরিসরে হাই কমিশনের অভ্যন্তরে অনুষ্ঠানটি পরিচালনা করা হয় ।