চৌদ্দগ্রামে প্রবাসী বন্ধু মানবকল্যাণ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
Published : Friday, 16 April, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ৩৯টি গ্রাম, জগন্নাথ ইউনিয়নের ৩টি গ্রাম ও কনকাপৈত ইউনিয়নের ১টি গ্রামের গরিব ও অসহায় ২৪০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে ‘প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন’। করোনাকালিন সময়ে গরিব ও অসহায় মানুষের পাশে অনুদান নিয়ে এগিয়ে এসে মানবিকতার নজির স্থাপন করেছে সংগঠনটি। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে চিওড়া বাজারে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন প্রবাসী বন্ধু মানবকল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সাহেদ মজুমদার, সহ-সাংগঠনিক আলা উদ্দিন, মানবাধিকার সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া রাসেল, পরিকল্পনা বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক তোফাজ্জাল হোসেন রাফু, কোষাধ্যক্ষ আব্দুল আল মামুন, সহ-কোষাধ্যক্ষ আবদুল কাদের শরীফ, প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সম্রাট হোসেন সৈকত, মোঃ জাহিদ, সাকিব হোসেন, মোঃ রিহান, মোঃ মনির, মোঃ আতিক, মোঃ ফারহান, মোঃ শুভ, মোঃ পিয়াস, মোঃ সাগর প্রমুখ।
প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সাহেদ মজুমদার বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় দেশে লকডাউন চলছে। লকডাউনের ফলে শ্রমিকদের হাতে কাজ নেই। তারা প্রায় অসহায় হয়ে পড়েছে। তাই এলাকার সাধারণ দিনমজুর ও শ্রমিকদের পাশে পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা সবাই পাশে আছি ও থাকব’।
উদ্বোধনের পরে প্রত্যেক পরিবারকে বস্তাভর্তি ৫ কেজি চাউল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা বুট, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মুড়ি, ১ কেজি বুটের ডাল, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি চিনি ও ২ প্যাকেট লাচ্ছা সেমাই গাড়ি যোগে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়। বাড়িতে থেকেই দিনমজুর ও অসহায় পরিবারের সদস্যরা ইফতার সামগ্রী পেয়ে প্রবাসীদের প্রতি দোয়া ও প্রবাসী বন্ধু মানবকল্যাণ ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।