ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে শট বাউন্ডারি ক্রিকেট টুনার্মেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত
Published : Sunday, 11 April, 2021 at 5:56 PM
বুড়িচংয়ে শট বাউন্ডারি ক্রিকেট টুনার্মেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত সৌরভ মাহমুদ হারুন।। 
করোনা মহামারীর মধ্যে ঘরে বসে থাকা শিশুদের  শরীর ও মন চাঙ্গা রাখতে চড়ানল বড় বাড়ি আদর্শ যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে শট বাউন্ডারি ক্রিকেট টুনার্মেন্ট ফাইনাল খেলা শনিবার ১০ এপ্রিল রাতে কুমিল্লার  বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর  চড়ানল বড় বাড়ি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত  হয়। 
উক্ত খেলায় অংশগ্রহণ করেন চড়ানল বড় বাড়ি শিশু একাদশ বনাম চড়ানল ধারেশ্বর একাদশ।বিশিষ্ট ক্রিয়ানুরাগী মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে এবং বিশিষ্ট ক্রিয়ানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক  জসিম উদ্দিনের প্রধান পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেনারেল ম্যানেজার মার্সেন্ডাইজিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট মোঃ আরিফুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক সহকারী শিক্ষক পচোড়া সঃ প্রাঃ বিদ্যালয় মো.শওকত আলম,অবসর প্রাপ্ত হাবিলদার বাংলাদেশ সেনাবাহিনী মনিরুল হক মোহন, আবু জাহের জাহেদ, কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ড আবু নেছা দাগু,  বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল,  বীর মুক্তিযোদ্ধা আবু জাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর খান ,সাজ্জাদ কবির মাস্টার, বিশিষ্ট শিক্ষানুরাগী, লড়িবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়  তাজ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ইকবাল হোসেন বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান শিশু, বিশিষ্ট সমাজ সেবক সালাউদ্দিন টিপু,বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম, বিশিষ্ট সেবক মোঃ রাশেদুল ইসলাম রাসেল,বিশিষ্ট ব্যবসায়ি কামরুল হাসান, ইতালি প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ সবুজ মিয়া। 
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন নাজমুল হাসান, রাসেল মিয়া, কাউছার মিয়া, কাকন নিয়া । পরিচালনায় ছিলেন মেহেদী হাসান রোমন, হৃদয়,নাজিম,হিমেল, অলিউল ইসলাম, ফয়সাল হাসান জয়, রুহুল আমিন।
সার্বিক সহযোগিতায় ছিলেন জুয়েল ইসলাম পর্তুগাল প্রবাসী । সঞ্চালক হিসেবে ছিলেন সাবেক সাংগঠনিক-সম্পাদক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নারায়ণগঞ্জ মো. জহিরুল আলম ও সাজ্জাদ কবির মাষ্টার ।খেলার টসে জিতে ব্যাটিং করে ধারেশ্বর শিশু একাদশ সুন্দর ব্যাটিং করে  ধারেশ্বর শিশু একাদশের সংগ্রহ ৮৭/৪ বড়বাড়ি শিশু একাদশকে ৮৮ রানের একটি টার্গেট দেয়। ২ রানের ব্যবধানে জয় লাভ করে ধারেশ্বর একাদশ।
 বিজয়ী দলের হাতে পুরস্কার ট্রফি ও লেখাপড়ার সামগ্রি তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ি ক্রিয়ানুরাগী সমাজ সেবক  খেলার প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন।