ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজশাহীতে অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার
Published : Sunday, 11 April, 2021 at 2:33 PM
রাজশাহীতে অস্ত্রসহ ২ যুবক গ্রেফতাররাজশাহীতে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার ভোরে বাঘা উপজেলার আশরাফপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব ৫-এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রামাণিকের ছেলে কামরুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার চাঁদপুর বেংগাড়ি বাজারের ফজলুর রহমানের ছেলে ফাইজুল ইসলাম জনি (২৮)।

তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র ও গুলি ছাড়াও তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন সেট, চারটি সিমকার্ড এবং এক হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুই যুবক স্বীকার করেছেন যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তারা অবৈধ অস্ত্র নিজেদের কাছে রেখেছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বাঘা থানায় মামলা করা হয়েছে।