
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চর চাক্তাই এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে মো. জসিম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, ‘আজ দুপুর ১২ টার দিকে বাকলিয়া এলাকা থেকে এক যুবককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘জানতে পেরেছি দীর্ঘদিন ধরে জসিম এক ধরনের পায়ের যন্ত্রণায় ভুগছিলেন। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আজ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’