
চট্টগ্রাম মহানগরের এনায়েত বাজার এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ১৭ বছর বয়সী এক কিশোরী। নিহত ওই কিশোরীর নাম রোজিনা আক্তার এবং তিনি ওই এলাকার মো. হানিফের মেয়ে বলে জানা গেছে।
শনিবার (৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘প্রেমঘটিত বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে ঝগড়া হয় রোজিনার। এ ঘটনার জেরে টিনশেড বাসায় বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রোজিনা। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’