সদর দক্ষিণে আধামণ গাঁজাসহ যুবক গ্রেফতার
Published : Wednesday, 31 March, 2021 at 12:00 AM
মো. মিজানুর রহমান: কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ গত সোমবার (২৯ মার্চ) গভীর রাতে পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ শহিদ নামক এক যুবককে গ্রেফতার করেছে। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, গত সোমবার রাত ০১.৩০ ঘটিকার সময় পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মামুন সঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে একটি ব্যাগে তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজাসহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র শহিদ (২২) নামক এক যুবককে গ্রেফতার করেছে। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।