মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্যারাডাইস বায়োফ্লকে আলোচনা সভা
Published : Wednesday, 31 March, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।।
বর্তমান বিশ্বে বায়োফ্লক একটি লাভজনক পদ্ধতি। এ পদ্ধতিতে ব্যবসা করে অনেকে আজ সফল। কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ি আঙ্গিনায় কিংবা নির্দিষ্ট কোনো স্হানেই এ পদ্ধতিতে মৎস্য চাষ করে অনেকেই লাভবান হয়েছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় আলহাজ্ব মোঃ আবুল খায়ের এর ছেলে ইতালি প্রবাসী মোঃ সাইফুল আলম বাবুর উদ্যোগে প্রায় ১৬০ শতক জমিতে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে স্হাপন করেন প্যারাডাইস বায়োফ্লক। এখানে বিভিন্ন স্তর করে সাজানো হয়েছে বায়োফ্লক পদ্ধতি। সেখানে প্রায় ৭ লক্ষ মাছের পোনা চাষ করা। বেকারত্ব দূর করার জন্য এরকম উদ্যোগ নেয়ার জন্য সাইফুল আলম বাবুকে সকলে স্বাগতম জানিয়েছে।
শুক্রবার রাতে মহান স্বাধীনতা দিবস ও সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনের সময় পীরযাত্রাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদারের সভাপতিত্বে এবং প্যারাডাইস বায়োফ্লকের সত্বাধিকারী সাইফুল আলম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আখলাক হায়দার, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাসুদ খাঁন, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, বিশিষ্ট সমাজ সেবক হাজী মীর আবুল কাসেম, ব্যবসায়ী ও রামপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইকরাম হোসেন।
আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আবু তাহের ,সাবেক মেম্বার তাজুল, সাবেক মেম্বার মোরশেদ আলম, সাবেক মেম্বার মান্নান, আব্দুল হালিম ম্যানেজার, হাফিজ মেম্বার, বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ রাজীবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এবং এলাকার বিভিন্ন পর্যায়ের লোক জন উপস্থিত ছিলেন।