দেবিদ্বারে এতিম ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ
Published : Wednesday, 31 March, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বারে হাফেজ ও এতিম শিশুদের মাঝে কোরআন সুন্নাহের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ইউসুফপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবিএম গোলাম মোস্তফা আর্দশ কলেজের উপাধক্ষ্য অ্যাডভোকেট মাজহারুল হক মামুন। ইউসুফপুর ইউনিয়নের শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ইসলাম শান্তি ও শৃঙখলার ধর্ম। এ ধর্মে রয়েছে সহনশীলতা ও ধৈর্য। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকে এ দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা এ দুনিয়াতে যা করব পরকালে তার হিসাব দিতে হবে। যারা অন্যায় অপকর্ম করে তাদের জন্য রয়েছে ও দুনিয়া ও আখেরাতে শাস্তি। আজকে এ ছোট্ট এতিম শিশুদের পাশে এসে কথা বলতে পেরে খুবই আনন্দিত। তিনি আরও বলেন, আপনারা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। যারা মাদককারবারী, ধর্ষক, দখলবাজ, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমার কাছে ধনী-গরীব সবাই সমান। আপনাদের জন্য ২৪ ঘন্টাই থানার দরজা খোলা রয়েছে, আপনারা যেকোন বিষয়ে সরাসরি আমার সাথে কথা বলবেন, আমি আপনাদের সেবক হিসেবে রয়েছি। যারা হরতালের নামে জ¦ালাও পোড়াও করে মানুষকে কষ্ট দেয় দেশের সম্পদ নষ্ট করে তারা দেশ ও জনগণের শত্রু, তাদের বয়কট করুন। ইসলাম কখনও এটা সমর্থন করেনা। সোহাগ মিয়ার পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মো.এনামুল হক, মো. সাইফুল ইসলাম, আ. হালিম পুলিশ, মো. মোতালেব মিয়া, সুলতান আহমেদ, মাও.খাইরুল ইসলাম, বাচ্চু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।