ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিপিবি’র উদ্যোগে কুমিল্লায় পতাকা মিছিল সমাবেশ
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
এ,বি,এম আতিকুর রহমান বাশার
Published : Saturday, 27 March, 2021 at 7:30 PM
সিপিবি’র উদ্যোগে কুমিল্লায় পতাকা মিছিল সমাবেশমহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে পতাকা মিছিল ও মহানগরের পূবালী চত্তরে সমাবেশ করেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় একটি পতাকা মিছিল কুমিল্লা মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় পূবালী চত্তরে এক সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচী শেষ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড পরেশ কর, জেলা সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, কমরেড বিকাশ দেব, এডভোকেট কমরেড অশোক দেব জয়, বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজ উদ্দিন, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল মান্নান, যুব ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সভাপতি এ,কে,এম মিজানুর রহমান কাউছার, ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী হাসান প্রমূখ। সিপিবি’র উদ্যোগে কুমিল্লায় পতাকা মিছিল সমাবেশ
বক্তারা বলেন, আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তীতে সুবর্ণ জয়ন্তী পালন করছি। মুক্তিযুদ্ধের ৫০ বছর পরও এদেশের মানুষ মুক্তিযুদ্ধের কাঙ্খীত লক্ষের স্বাদ গ্রহন করতে পারেনি। ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে কিছু লুটেরার উন্নতি হলেও, সাধারন মানুষের উন্নয়ন হয়নি। সংবিধান পরিবর্তন করে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে। মুক্তিদ্ধের অর্জন একদলের কুক্ষিগত করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি- ছাত্র ইউনিয়ন সহ বাম দলগুলোর কোন ভূমিকার স্বীকৃতি নেই। ইতিহাস বিকৃতই নয়, মহান মুক্তিযুদ্ধে প্রবাসী সরকার, প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদ, তৎকালীন প্রধান মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান, সেক্টর সকমান্ডার সহ অনেক ইতিহাসই আজ পেছনে রাখা হয়েছে। তাই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রণয়ন নিয়ে আজ প্রশ্নবিদ্ধ। মুক্তিযুদ্ধের অর্জন কোন একক দল বা গোষ্ঠীর নয় ইতিহাস বিকৃতি মহান মুক্তিযুদ্ধের অবমানার সামিল।