Published : Friday, 26 March, 2021 at 12:00 AM,  Update: 26.03.2021 1:33:39 AM
				
				
			 
			                                                        
নিজস্ব
 প্রতিবেদক: আগামী ৫ এপ্রিল থেকে কুমিল্লায় ৫ দিনব্যাপি বইমেলা আয়োজনের 
লক্ষ্যে গতকাল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতি 
সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শওকত 
ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা 
প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক 
অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক,
শান্তিরঞ্জন, হাসান ইমাম মজুমদার ফটিক,
 কুমিল্লার প্রাক্তন কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, দৈনিক কুমিল্লার কাগজ 
সম্পাদক ও মুক্তিযুদ্ধের গবেষক আবুল কাশেম হৃদয়, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান
 চৌধুরী, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব 
প্রমুখ।