কুমিল্লায় রাত ৯টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ
			
			
						
				
				Published : Thursday, 25 March, 2021 at 12:00 AM
				
				
			 
			
			২৭ মার্চ শনিবার থেকে কার্যকর-------
জহির
 শান্ত: করোনার সংক্রমণ বাড়তে থাকায় শনিবার (২৭ মার্চ) থেকে রাত ৯টার মধ্যে
 কুমিল্লার সকল দোকান-পাঠ বন্ধের নির্দেশ প্রদান করেছে দোকান মালিক সমিতি। 
বুধবার (২৪ মার্চ) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিষয়টি 
নিশ্চিত করে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন 
বলেন, ‘শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 
অন্যান্য সব দোকান-পাট রাত ৯টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।’
কুমিল্লা
 দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক 
উল্লাহ খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় - ‘আপনাদের অবগতির জন্য 
জানানো যাচ্ছে যে, সম্প্রতি কুমিল্লাসহ সারাদেশে করোনা সংক্রমনের হার 
পুনরায় মারাত্মক ভাবে বৃদ্ধি পাওয়ায় মাননীয় সাংসদ আ.ক.ম. বাহাউদ্দিন বাহার,
 জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কুমিল্লা দোকান মালিক সমিতির যৌথ সিদ্ধান্ত 
মোতাবেক শনিবার থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত শুধুমাত্র ঔষধ দোকান 
ছাড়া কাঁচাবাজার, মাছ-মাংসের দোকান, হোটেল, রেস্তোরা, মার্কেট, শোরুম, 
সুপারসপ, ব্যান্ডসপ, রাস্তা -ফুটপাতের ভ্রাম্যমান দোকান সহ সকল দোকান রাত 
৯.০০ টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য মার্কেট ও 
দোকান জীবানুমুক্ত রাখতে হবে, সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতাদের হ্যান্ড 
স্যানিটাইজ করে দোকানে প্রবেশ করাতে হবে, ক্রেতা ও বিক্রেতাকে অবশ্যই মাস্ক
 পরিধান করতে হবে। এসব নির্দেশনা অম্যান্য করলে প্রশাসনের শাস্তির মুখোমুখি
 হতে হবে।
অপ্রয়োজনে ঘরের বাহিরে আসবেন না। সামাজিক দুরুত্ব বজায় রাখুন। নিজে বাচুঁন, অন্যকে বাচঁতে দিন।’