ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু
ইসমাইল নয়ন ॥
Published : Tuesday, 9 March, 2021 at 7:42 PM, Update: 09.03.2021 7:44:37 PM
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ফাইম ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯মার্চ) ভোর সকালে ব্যাটারী চালিত অটোরিক্সা চার্জার থেকে বৈদ্যতিক শক থেকে শিশুটির মৃত্যু হয়।
নিতহ ফাইম ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস গ্রামের অটো চালক ফারুক মিয়ার ছেলে। ফাইমের বয়স বর্তমানে ৪বছর।
জানা যায়, ফাইম ইসলাম ঘুম থেকে উঠে পাশেই বৈদ্যুতিক সংযোগে চার্জে দেওয়া ব্যাটারী চালিত অটোরিক্সায় উঠে খেলা করছিল। এক পর্যায়ে ফাইম ইসলাম খেলার ছলে বিদ্যুতের সংযোগস্থলে গেলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়। বিষয়টি তার পরিবার দেখে ঘটনাস্থল থেকে ফাইমকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে ফাইমের পরিবার তাকে এলাকায় নিয়ে একইদিনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন। এঘটনায় তার বাড়িতে শোকের মাতম বইছে।