
পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় অবস্থিত বেসরকারি ওষুধ কোম্পানি অপসোনিনের আঞ্চলিক গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ মার্চ ২০২১) বিকাল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দুলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
দুলাল মিয়া বলেন, ‘পাবনা ও পার্শ্ববর্তী উপজেলা থেকে অতিরিক্ত ফায়ার সার্ভিসের টিম দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।’