
দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দেশের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী বেজ বাবা সুমন। গত বছর চিকিৎসার জন্য তার জার্মানি যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেখানে যাওয়ার অনুমতি মেলেনি। তাই আটকে আছে উন্নত চিকিৎসা।
এতে করে মারাত্মক আকার ধারণ করেছে সুমনের শারীরিক অবস্থা। বলা চলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সুমন। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ।
তিনি জানান, সুমনের স্পাইনাল কর্ডের ব্যথা অনেক বেড়েছে। ক্রমেই যেন তা বাড়ছে। যন্ত্রণায় কাতরাচ্ছেন প্রতিনিয়ত। চিকিৎসকরা বলছেন জরুরি ভিত্তিতে এর উন্নত চিকিৎসা করাতে হবে। তাকে দ্রুত জার্মানিতে নিয়ে যাওয়া দরকার।
তার পরিবার থেকে চেষ্টা চালানো হচ্ছে। যতদ্রুত সম্ভব তাকে নিয়ে যেতে চান। তবে পরিবারের সবাই সুমনের অবস্থা দেখে ভেঙে পড়েছেন।
সুমনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
সুমন সর্বশেষ ২০১৮ সালে অসুস্থ অবস্থায় একটি গান করেছিলেন। ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় সেই গান শ্রোতা-দর্শককে মুগ্ধ করেছে।