
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন লক্ষীপুর জেলার বাসিন্দার আব্দুর রশিদ। গতকাল ২৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন নবাগত অফিসার ইনচার্জ আব্দুর রশিদকে দায়িত্ব বুঝিয়ে দেন।
আব্দুর রশিদ ২০০৫ সালে পুলিশ বিভাগে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। প্রথমে তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলায় কর্ম জীবন শুরু করেন। ২০০৬ সাল থেকে ২০০৯ সালের আগস্ট মাস পর্যন্ত সেখানে চাকুরি করেন। তিনি ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানায় সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১০ সালের আগস্ট মাস পর্যন্ত কুমিল্লা জেলায় উপ-পরিদর্শক হিসেবে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০ ও ১১ সাল পর্যন্ত পুনরায় ব্রাহ্মনবাড়িয়া জেলায় দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি র্যাব-৭ এ চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাঙামাটির কাপ্তাই থানায় ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় এসআই হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় এসআই হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরের নভেম্বর মাসে ওসি হিসেবে পদোন্নতি পান। পদোন্নতি পেয়ে তিনি পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে ২ বছর ১ মাস ৮ দিন দায়িত্ব পালন শেষে পদোন্নতি পেয়ে গতকাল বুধবার চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন। অফিসার ইনচার্জ আব্দুর রশিদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর থানার সাকবর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি ১ মেয়ে ও ২ ছেলের জনক।