কুমিল্লা রেলওয়ে ষ্টেশন প্লাটফর্মে বিট পুলিশিং সভা
Published : Wednesday, 24 February, 2021 at 12:00 AM
ফেরদৌস মাহমুদ মিঠুঃ
কুমিল্লা রেলওয়ে ষ্টেশন প্লাটফর্মে গতকাল মঙ্গলবার সকালে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, টিকেট কালোবাজারী, যাত্রী হয়রানী, ছিনতাইসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
রেলওয়ে জিআরপি ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে বেলা ১০ টায় কুমিল্লা রেলওয়ে ষ্টেশন ১ নং প্লাটফর্মের মূল প্রবেশ পথে এই সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা রেলওয়ে ষ্টেশন মাষ্টার সফিকুর রহমান ভূইয়া। অন্যান্যের মাঝে ছিলেন উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার, আহাম্মদ আলী এসএসএই/সিগন্যাল কুমিল্লা, জুয়েল সরকার এমএস সিগন্যাল কুমিল্লা, আব্দুল হক সরকার, হাবিলদার আরএনবি কুমিল্লা। সভায় রেলপথে পাথর নিক্ষেপ, যাত্রী হয়রানী, মাদক পাঁচার, টিকেট কালোবাজারী, ছিনতাই, জুয়া, জঙ্গীবাদসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরএনবি’র কুমিল্লা ইনচার্জ মোঃ মঞ্জুরুল ইসলাম। কোরআন তেলওয়াত করেন রেলওয়ে জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা আব্দুল কুদ্দস।