বার্ডে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Published : Wednesday, 24 February, 2021 at 12:00 AM
গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ পালিত হয়েছে। ভোরে জাতীয় পতাকা উত্তোলনের (অর্ধনমিত) মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির সূচনা হয়। ১৯৫২ সালের ভাষা শহিদগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীর পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। এছাড়াও শহিদগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বার্ড জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।