ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মহামারী মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় এডিবি
Published : Wednesday, 24 February, 2021 at 12:00 AM
করোনাভাইরাস মহামারী মোকাবেলা এবং দেশব্যাপী টিকা কার্যক্রম সফলভাবে শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এডিবির আবাসিক পরিচালক মনমোহন পারকাশের কণ্ঠে এই প্রশংসা ঝরে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন।
বাংলাদেশ সরকারের গণ টিকাদানের প্রশংসা করে মনমোহন বলেন, সফলভাবে টিকা কর্মসূচি চালিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ একটি।
টিকাদান কর্মসূচিতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার সহায়তা করতে এডিবির পক্ষ থেকে প্রস্তাব এসেছে বলেও জানান ইমরুল।
তিনি বলেন, মহামারীর ক্ষতি পোষাতে বাংলাদেশের সব অর্থনৈতিক খাত খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন পারকাশ।
ঢাকা-বরিশাল-পটুয়াখালী-পায়রা রেল লাইন নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে এডিবি কর্মকর্তাকে জানান প্রধানমন্ত্রী।
সাক্ষাতে এডিবির দুটি প্রকাশনা অংরধ'ং ঔড়ঁৎহবু ঃড় চৎড়ংঢ়বৎরঃু: চড়ষরপু, গধৎশবঃ, ধহফ ঞবপযহড়ষড়মু ঙাবৎ ৫০ ণবধৎং এবং ঝড়ঁঃযবিংঃ ইধহমষধফবংয ঊপড়হড়সরপ ঈড়ৎৎরফড়ৎ ঈড়সঢ়ৎবযবহংরাব উবাবষড়ঢ়সবহঃ চষধহ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মনমোহন।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।