ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ৫
Published : Tuesday, 23 February, 2021 at 7:02 PM
 চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিপ্তর। মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ হিমায়েত কাজী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। লয়েল রোড এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২শ পিস ইয়াবাসহ নজরুল শেখ নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে ২৮৫০ পিস ইয়াবাসহ মমতাজ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শাহ আমাত সেতু এবং স্টেশন রোডের পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।  এসময় আবদুর রহিমের কাছ থেকে ৬৫০ পিস এবং রফিকুল ইসলামের কাছ থেকে ৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।