ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘আলোকিত বজ্রপুরের’ বর্ষপূর্তি ও মিলন মেলা
Published : Tuesday, 23 February, 2021 at 6:35 PM
‘আলোকিত বজ্রপুরের’ বর্ষপূর্তি ও মিলন মেলানিজস্ব প্রতিবেদক: গত ২১ ফেব্রুয়ারি কুমিল্লা ইউছুফ হাই স্কুল মাঠে বজ্রপুর এলামনাই এসোসিয়েশন ব্যানারে ‘আলোকিত বজ্রপুরের’ বর্ষপূর্তি ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মাসুদ রানা চৌধুরী, গবেষক ও লেখক আহসানুল কবির, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, ডাঃ ত্রিদিব কর, লালমাই হাইওয়ে পুলিশের ওসি জিয়া, ক্রিকেট কোচ ইমদাদুল হক এমদু, জেমস, আল-আমীন, টিপু।

সাবেক ক্রিকেটারে মধ্যে জালাল, সোহেল, সোয়েব লেলিন উল্লাস বগলু,টিবাবু, জাভেদসহ আরো অনেকে। সমাজ সেবক রতন, রাজা,রুবেল,রুবেল পাল ও সুমন প্রমুখ।