ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে বসতঘরের আগুনে প্রাণ গেল শিশুর
Published : Tuesday, 23 February, 2021 at 12:55 PM
চট্টগ্রামে বসতঘরের আগুনে প্রাণ গেল শিশুরচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে পুড়ে বিনায়েত নাথ (৩০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় সাতটি বসতঘর পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাতে উপজেলার পারুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী মধ্যম নাথপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়ার স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।