ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাড়ছে তাপমাত্রা
Published : Tuesday, 23 February, 2021 at 12:00 PM
বাড়ছে তাপমাত্রা দুটি অঞ্চল বাদে সারাদেশে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে। আজও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আছে। সকাল থেকে বেশ তেজ নিয়েই আকাশে সূর্যের দেখা মিলেছে। পাশাপাশি আগামী তিনদিন টানা বাড়বে তাপমাত্রা। শীতকে বিদায় জানিয়ে গরমের আগমন ঘটছে। শুধুমাত্র নদী অববাহিকায় ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিলছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।