ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বার উপজেলা পরিষদ উপনির্বাচন ‘উন্নয়ন ও সমৃদ্ধি চাইলে নৌকায় ভোট দিন’
Published : Saturday, 20 February, 2021 at 12:00 AM
 
শাহীন আলম, দেবিদ্বার ||
দেবিদ্বার উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেছেন, উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিতে আগামী ২৮ ফেব্রুয়ারি দলবেধে কেন্দ্রে যাবেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগে এসব কথা বলেন আওয়ামীলীগের মনোনীত এ প্রার্থী।
পথসভায় তিনি আরও বলেন, প্রতিটি মানুষের জন্য খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, সব ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। কৃষকদের সার ও বীজের ব্যবস্থা করা হয়েছে। আর এটা হয়েছে আপনারা নৌকায় ভোট দিয়েছেন সেই কারণে। তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে দেবিদ্বারকে আরও উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।
ছেচড়াপুকুরিয়ায় একটি কাঁচা সড়ক পাকাকরণের প্রতিশ্রুতি দিয়ে আজাদ বলেন, ‘আপনারা অতীতে নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন। দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের পরামর্শ ও নির্দেশনায় ছেচড়াপুকুরিয়ার  বহুদিনের কাঙ্খিত কাঁচা সড়কটি আমি পাকাকরণের ব্যবস্থা করব। তুলাগাঁও একটি পথসভায় তিনি বলেন, এ গ্রামটি নৌকার ঘাটি, এখানে প্রায় তিন হাজার ভোটের মধ্যে প্রায় ৮০ ভাগই নৌকার। আমি মনে করি, আপনারা অতিতে যেভাবে নৌকায় ভোট দিয়েছেন সামনেও নৌকা প্রতীকে ভোট দিবেন। কারণ এ নৌকা একা আমার প্রতীক নয়, এটি বঙ্গবন্ধুর প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের প্রতীক। আপনারা এ প্রতীকের ওপর আস্থা ও বিশ^াস রাখুন আমি নির্বাচিত হলে আপনাদের আস্থা ও বিশ^াসের মূল্যায়ন করব ইনশাআল্লাহ।    
এসময় পথসভায় উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুল মুমিন সরকার, সদস্য মো.আলমগীর কবীর, জেলা পরিষদ সদস্য মো.শাহজাহান সরকার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. মোসলেহ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মাস্টার, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. শাহাদাৎ হোসেন মিঠু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।