ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টমেটোর ট্রাকে পাওয়া গেল ৪ কোটি টাকার হেরোইন
Published : Friday, 19 February, 2021 at 12:00 AM
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় টমেটোর ট্রাক থেকে প্রায় চার কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাব।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদর ডাইংপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই হেরোইন উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার দুজন হলেন-চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সুজন আলী (২১) এবং একই উপজেলার হামিদপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সুজন (২৩)। এদের মধ্যে সুজন আলী ট্রাকের চালক। আর মো. সুজন হেলপার।
র‌্যাব জানায়, রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ডাইংপাড়া এলাকায় টমেটো ভর্তি একটি ট্রাকে অভিযান চালায়। এসময় ট্রাকটি থেকে তিন কেজি ৭৭৮ গ্রাম হেরোইন (দাম প্রায় চার কোটি টাকা) উদ্ধার করা হয়। এছাড়া এক হাজার ২৮০ কেজি টমেটোসহ ওই ট্রাক জব্দ করা হয়। পরে হেরোইন চোরাচালানের অভিযোগে ট্রাকের চালক-হেলপারকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।