দেবীদ্বারে পিঠা উৎসব
Published : Friday, 19 February, 2021 at 12:00 AM
এ,বি,এম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বার দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজে পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোঃ তোফায়েল হায়দারে সঞ্চালনায় অনুষ্ঠিত ওই পিঠা উৎসব ও নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম মৃনাল কান্তি।
প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, আমাদের বাঙ্গালী জাতির শত শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতি পিঠা উৎসব। এ উৎসব আয়োজন হউক সকলের হৃদয় জুড়ে। কলেজের শিক্ষার মানোন্নয়ন তুলে ধরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ- তাই তোমরা মোনোযোগ দিয়ে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে।
পরে নানান রকম পিঠার স্টল পরিদর্শন শেষে স্টল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।