ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিশুদের মনন বিকাশে বৃক্ষরোপন ও পরিচর্যা কর্মসূচীর উদ্বোধন
দেবীদ্বারে ‘নিজেরা করি’সংস্থা ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে
এ,বি.এম আতিকুর রহমান বাশার
Published : Thursday, 18 February, 2021 at 5:46 PM
 শিশুদের মনন বিকাশে বৃক্ষরোপন ও পরিচর্যা কর্মসূচীর উদ্বোধন‘প্রকৃতি জাগছে’ এ- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিজেরা করি সংস্থা ও ভূমিহীন সংগঠনের সহযোগীতায় শিশুদের প্রকৃতির প্রতি মনন বিকাশে এবং একদল শিশুর উদ্যোগে বৃক্ষরোপন ও পরিচর্যা কর্মসূচী পালিত হয়েছে।
শিশুদের প্রকৃতির সাথে সম্পর্ক গড়তে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনে আগ্রহ বাড়ানোর উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার রসুলপুর ‘নিজেরা করি সংস্থা’র আঞ্চলিক কার্যালয়ের আঙ্গীনায় ওই বৃক্ষরোপন ও পরিচর্যা কর্মসূচী পালিত হয়।
এসময় বাগান পরিচর্যায় এবং বৃক্ষরোপন কর্মসূচীতে ৩০জন শিশু অংশগ্রহন করেন। এ কর্মসূচীর উদ্ভোধন করেন, ‘নিজেরা করি’ সংস্থা’র কুমিল্লা জেলা অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বার এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘নিজেরা করি’ সংস্থার রসুলপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মসূচী সংগঠক উজ্জল হোসেন, পরিতোষ মাহাতু, মোস্তাফিজুর রহমান, ভূমিহীন সংগঠনের আঞ্চলিক কার্যালয়ের সভাপতি আব্দুল বাতেন সরকার, ভূমিহীন সংগঠনের রসুলপুর ইউনিয়ন কমিটির সভাপতি ফজর আলী মেম্বার, ভূমিহীন নেতা আব্দুল হান্নান মূন্সী, নাজমা আক্তার, হাসেনা বেগম প্রমূখ।  
উদ্ভোধক আব্দুল জব্বার বলেন, আমাদের এ কর্মসূচী প্রকৃতিকে জাগাতে শুধু রসুলপুরই নয়, ভূমিহীন সংগঠনের মাধ্যমে আমাদের সারাদেশের কর্ম-এলাকায় শিশু-কিশোরদের মাধ্যমে বৃক্ষের প্রতি আনুগত্য, বৃক্ষরোপনের প্রয়োজনীয়তায় অনুপ্রেঢ়না যোগাবে। বৃক্ষরোপন ও পরিচর্যায় আগ্রহ বাড়াবে।