
কুমিল্লায় গাঁজা, ইয়াবা বিক্রির সময় র্যাবের পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার বিশ্বরোড এবং সদর উপজেলার দূর্গাপুর এলাকায় পৃথক অভিযানে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম গ্রামের আবুল কাসেমের ছেলে মোঃ সুমন (২৪), কুমিল্লার সদর উপজেলার ধনপুর গ্রামের মৃত আলী আশরাফের ছেলে মোঃ নূূর ইসলাম (৩০), ও একই উপজেলার ধর্মপুর গ্রামের মৃত নূর নবীর ছেলে মোঃ সোহাগ (২৪)।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, অভিযানে মোঃ সুমন (২৪) ও মোঃ নূূর ইসলাম (৩০) এর কাছ থেকে ৫ কেজি গাঁজা এবং মোঃ সোহাগ (২৪) এর কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।