ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খাগড়াছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২
Published : Thursday, 18 February, 2021 at 1:50 PM
খাগড়াছড়ির সদর উপজেলায় চাঁদের গাড়ি উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাইবোনছড়া এলাকার দুর্গম আমলাই হাদুকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার আমলাই হাদুকপাড়া গ্রামের হরেন্দ্র ত্রিপুরা ও গণেশ্বর ত্রিপুরা।

জানা যায়, খাগড়াছড়ি হাটবাজারে গাছ বিক্রির জন্য রেখে চাঁদের গাড়িতে বাড়ি ফিরছিলেন হরেন্দ্র ত্রিপুরা ও গণেশ্বর ত্রিপুরা। পথে আমলাই হাদুকপাড়া পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ সময় তিনজন আহত হন। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. রশিদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।