ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মন্ত্রিত্ব সাময়িক, আইনজীবী থাকব মৃত্যু পর্যন্ত
Published : Thursday, 18 February, 2021 at 12:00 AM
মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘আমি আমার অস্তিত্বের কথা ভুলি নাই। সুযোগ পেলেই আমি সুপ্রিম কোর্ট অঙ্গনে চলে আসি। এমপি-মন্ত্রিত্ব সাময়িক, কিন্তু আইনজীবী হিসেবে আমার অবস্থানটা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত।’
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন সংস্কার ও সমিতির ভেতরে প্রবেশের গেট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘আমার প্রিয় প্রাঙ্গণকে সাজাতে আমি নিজেই আগ্রহী। গণপূর্তমন্ত্রী থাকার সময় তৎকালীন সভাপতি এএম আমিন উদ্দিন সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এবং অন্য কর্মকর্তাদের চাওয়া অনুযায়ী আমার সাধ্যে যেটা ছিল করেছি। এরপর বর্তমান সম্পাদক নিয়মিত যোগাযোগ রেখেছেন। সবার প্রচেষ্টায় আজ কাজটি সম্পন্ন হয়েছে।’
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্টের তিন ভবন সংস্কারের জন্য ২০১৯ সালে পরিকল্পনা গ্রহণ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এরপর কাজ শুরু হয়।
১৭ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ করা হয়। গণপূর্তমন্ত্রীর নির্দেশনার পর ভবনগুলো পরিদর্শন করে বার লাইব্রেরি ভবনের সব টয়লেটে টাইলস বসানোসহ সিলিং, পানির লাইন, রঙ, বার্নিশ, সিঁড়ির মার্বেল, ওয়াল প্যানেলিং, সিলিং, ভার্টিকেল ব্লাইড স্থাপন; বার লাইব্রেরি ভবনের বাইরের দিকের প্লাস্টার, ড্যাম্প প্রুফিং, ওয়েদার কোটিংয়ের কাজ; অ্যানেক্স বার ভবনের সব টয়লেটে টাইলস বসানোসহ টাইলস, সিলিং, পানির লাইন, রঙ, বার্নিশ, সিঁড়ির মার্বেল, সিলিং, ভার্টিকেল ব্লাইন্ড স্থাপন এবং অ্যানেক্স ভবনের বাইরের পাশের প্লাস্টার, ড্যাম্প প্রুফিং, ওয়েদার কোটিংয়ের কাজ করা হয়।