ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি আহত
Published : Wednesday, 17 February, 2021 at 8:26 PM
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি আহতদক্ষিণ আফ্রিকায় ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে মুহাম্মদ ইকবাল হোসেন নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেশটির জোহানেসবার্গের সয়েটো ক্লিপটাউনে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, মুহাম্মদ ইকবাল সকালে টাকা নিয়ে অপর এক বাংলাদেশিসহ ক্যাশ অ্যান্ড ক্যারিতে যাচ্ছিলেন। এসময় তারা সশস্ত্র ডাকাতের কবলে পড়েন। তারা এক ডাকাতকে ধরে পিটুনি দিতে থাকলে তার সহযোগীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ইকবাল বাম পায়ে গুলিবিদ্ধ হন। আহত ইকবাল হোসেন বর্তমানে স্থানীয় বারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মুহাম্মদ ইকবাল হোসেনের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বলে জানা গেছে।