
গাইবান্ধায় মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১-এর আওতায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পলাশবাড়ি সড়কের ধানঘড়ার জেলখানা পর্যন্ত ৫ কিলোমিটার অসামরিক ব্যক্তিদের ডিজিটাল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।
দৌড়ে অন্যান্যদের সাথে জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন আশরার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও সরকারী কর্মকর্তারা অংশ নেন।
এর আগে জেলা প্রশাসক মো. আবদুল মতিন বেলুন উড়িয়ে এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন। ম্যারাথন দৌড়ে প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রত্যেককে ১ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেককে ১ হাজার করে টাকা দেওয়া হয়।
উল্লেখ্য, দেশব্যাপী গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে ম্যারাথন, চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।