
অবশেষে ২ বছর পর (গতকালকে) চ্যানেল আই এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ভাষা আন্দোলনের উপর নির্মিত "ফাগুন হাওয়ায়" সিনেমাটি।
২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে দেশের বেশ কিছু সিনেমাহলে মুক্তি দেয়া হয়।এই সিনেমা জাতীয় পুরস্কার সহ আন্তর্জাতিক কিছু পুরস্কারও অর্জন করেন।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ।অভিনয়ে ছিলেন সিয়াম আহমেদ,নুসরাত ইমরোজ তিশা,সাজু খাদেম,শহিদুল আলম সাচ্চু,রওনক হাসান,বলিউডের অভিনেতা ইয়াশ পাল শার্মা সহ আরো অনেকে।