ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নেত্রকোনায় রেজভীয়া দরগাহ্ শরীফে মহান আহ্লে বাইতের স্মরণে বার্ষিক ওরছে আজীম
Published : Wednesday, 17 February, 2021 at 12:00 AM
নেত্রকোনায় রেজভীয়া দরগাহ্ শরীফে মহান আহ্লে বাইতের স্মরণে বার্ষিক ওরছে আজীম মহান আহ্লে বাইত (প্রিয় নবীজীর পরিবার পরিজন) এঁর স্মঁরণে, রেজভীয়া দরগাহ শরীফ নেত্রকোনায় গত ১৪ ফেব্রুয়ারি রবিবার ১১তম বার্ষিক ওরছে আজীম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরে ত্বরিক্বত, ধর্মীয় বহুগ্রন্থ প্রণেতা, আবদে রাসূল, আল্লামা মুফতী নাজিরুল আমিন রেজভী হানাফী ক্বাদেরী (মাঃ জিঃ আঃ) খলিফায়ে সুবহানী, খানদানে আলা হযরত, ইউপি ভারত, পীর ছাহেব-রেজভীয়া দরগাহ শরীফ, নেত্রকোনা।
এতে দেশ বরেণ্য উলামায়ে কিরাম ও পীর মাশায়েখ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বার্ষিক ওরছে সারাদশে থেকে হাজার হাজার ভক্ত মুরিদান অংশ গ্রহণ করেন। সকাল থেকে পবিত্র কুরআন তিলাওয়াত, অজীফা পাঠ, তাসবিহ তাহলিল পাঠ, নফল বন্দেগী, জিকির আজকার, তা’লিম ও রাত্রব্যাপি ওয়াজ নসিহত এবং আহলে বাইতের প্রতি মুহাব্বত ও তাদের মর্যাদা, অনুকরণ, অনুসরণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে উলামায়ে কিরাম বিশদ  তাত্ত্বিকপূর্ণ আলোচনা করেন। প্রতিটি মুমিন মুসলমান আহলে বাইতের প্রতি মুহাব্বতের সু-সম্পর্ক অটুট রেখে তাদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে প্রাত্যাহিক জীবন পরিচালনা করা একান্ত কর্তব্য।
১৫ ফেব্রুয়ারি সোমবার সকালে মিলাদ কিয়াম শেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন রেজভীয়া দরগাহ শরীফের পীর ছাহেব।