কুমিল্লায় ব্রাজিলআর্জেন্টাইনে বসুন্ধরার জোড়া হ্যাট্রিক
Published : Wednesday, 17 February, 2021 at 12:00 AM

তানভীর দিপু ।।
ব্রাজিলিয়ান
ফরোয়ার্ড রবসন রবিনিয়ো আর আর্জেন্টাইন রাউল বেসেরা যেন গোল করার
প্রতিযোগিতায় নেমেছেন। গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে
আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে দুই জনে মিলে এক এক করে ৬টি গোল করেন ।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের এবারের মৌসুমে জোড়া হ্যাটট্রিক দেখার
সৌভাগ্য হলো কুমিল্লার দর্শকদের। তবে ব্রাজিল আর্জেন্টাইন এই জুটি
প্রতিপক্ষের রক্ষণে যে ধ্বস ধরিয়েছে- শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান কোচ ডগলাস
সিলভার দল গোলের বানে ভেসে গেল। স্বান্তনা হিসেবে একটি গোল শোধ করতে পরেছে
আরামবাগ ক্রীড়া সংঘ। ফুটবল বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনা চির
প্রতিদ্বন্দ্বীতার নাম হলেও কুমিল্লা স্টেডিয়ামে দেখা গেল গোল উৎসবে তাদের
মধুর বন্ধুত্ব। ম্যাচের তিন মিনিটের সময় প্রথম গোল করেন আর্জেন্টাইন রাউল
বেসেরা। এরপর দ্বিতীয়ার্ধের ৬৫ এবং ৭৪ মিনিটের সময় আরো দু’টি গোল করে
হ্যাট্রিক পূর্ণ করেন রাউল। অন্যদিকে বসুন্ধরা কিংসকে ওড়ানোর পাইলট
ব্রাজিলিয়ান রবসন রবিনিয়ো প্রথমার্ধের ৩২ মিনিট ও ৪২ মিনিটে গোল করার পর
বিরতী নিয়ে দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটের সময় হ্যাট্রিক পূরণ করেন। পুরো লীগেও
গোল করায় শীর্ষ অবস্থানে আছেন কিংসের এ দুই তারকা। এর মধ্যে ৯টি গোল করে
রবিনিয়ো প্রথম। আর ৭টি গোল করে তৃতীয় অবস্থানে আছে তার আর্জেন্টাইন সতীর্থ
রাউল বেসেরা। এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের বিপক্ষে
আরামবাগ ক্রীড়া সংঘ যে উড়ে যাবে তা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিলো। তারপরও
খেলার আগে বসুন্ধরা কোচ অস্কার ব্রুজন জানিয়েছিলেন, তারা আরামবাগকে
‘সিরিয়াসলি’ নিচ্ছেন। তবে খেলার স্কোরে যে ব্যবধান তা আসলেই অস্কার
ব্রুজনের ‘সিরিয়াস’ রূপটিই দেখা গেল। পয়েন্ট টেবিলের তলানির আরামবাগের
বিপক্ষে রিজার্ভ বেঞ্চের পরীক্ষা নিরীক্ষাও যেন চালালেন কিংস কোচ। আর সেই
সুযোগে আরমবাগ ক্রীড়া সংঘের গোলপোস্ট নিজেরাই দখলে রাখেন ব্রাজিলিয়ান আর
আর্জেন্টাইন। অবশ্য এর আগে ৬-০ গোলে শেখ জামাল ধানমন্ডি কাবের সাথেও হারে
আরামবাগ।