ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পয়েন্ট টেবিলের হিসেবে দল মূল্যায়ন করি না:অস্কার ব্রুজন
Published : Tuesday, 16 February, 2021 at 12:00 AM
তানভীর দিপু ||
পয়েন্ট টেবিলের হিসেবে ফুটবলে কোন দল মূল্যায়ন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের এবারের মৌসুমে অপরাজিত শীর্ষস্থান ধরে রাখা বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। গতকাল বিকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের অনুশীলনের সময় কুমিল্লার কাগজের সাথে সাক্ষাতকারে তিনি একথা বলেন। আজ বিকাল ৩টায় পয়েন্ট টেবিলের তলানির দল আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে মাঠে নামছে শীর্ষে অবস্থান করা বসুন্ধরা কিংস। আরামবাগের সাথে খেলা নিয়ে অস্কার ব্রুজন আরো বলেন, কুমিল্লায় আরামবাগের সাথেও প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ ম্যাচ হবে। কে পয়েন্ট টেবিলের শীর্ষে আর কে পয়েন্ট টেবিলের নিচে এটা দিয়ে আসলে ফুটবলে দল মূল্যায়ন করা সম্ভব নয়। যে কেউ যে কোন সময় ভালো করতে পারে। আমরা আরামবাগকে দুর্বল মনে করছি না। আমরা ভালো খেলে পূর্ণ পয়েন্ট নিতে চাই।  কোচ অস্কার আরো বলেন, ফুটবল কোন শক্তির খেলা নয়। কোন দলে বিদেশি দীর্ঘদেহী ফুটবলার খেলানোর চেয়ে দেশি ফুটবলারদের দক্ষতা কাজে লাগানো প্রয়োজন। আমি চাই আমার দলে বাংলাদেশি ফুটবলাররা সর্বোচ্চ ভালো খেলবে। শেখ জামালের সাথে রেফারিং প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি না হলেও ব্রুজন জানান, রেফারিং যে সব সময় ভালো হবে তা এমন না। কখনো ভালো কখনো বা খারাপ হতে পারে এটাও খেলার অংশ। এসব মেনে নিয়েই আমাদের খেলতে হবে। শেখ জামালের সাথে ম্যাচে বসুন্ধরা কিংস গোল শূন্য ড্র করে।   
বাংলাদেশ প্রিমিয়ার লীগের এবারের মৌসুমে টানা ৭ ম্যাচ জয়ের পর অষ্টম ম্যাচে শেখ জামালের সাথে গোল শূন্য ড্র করে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২২। এদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আরামবাগ হেরেছে সব ম্যাচই । ৭ ম্যাচের একটিতেও ড্র কিংবা জয় কিছুই পায়নি তারা। সোমবার বিকালে আরামবাগ খেলতে যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বসুন্ধরা কিংসের বিপক্ষে।