ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার
Published : Monday, 15 February, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলালকে সংগঠন বিরোধী কর্মকা-ের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা কৃষকলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরোধিতাসহ বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে বহিষ্কার করা হয়। এছাড়া সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে।