বুড়িচং বাকশীমূল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সেলিমের মতবিনিময়
Published : Sunday, 14 February, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
আসন্ন ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে অধ্যক্ষ মাওঃ মীর মোঃ সলিম উল্লাহ সেলিম এলাকার আওয়ামীলীগ নেতা কর্মীদেরকে নিয়ে ১২ ফেব্রুয়ারি বাকশীমূল ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভা করেন।
আওয়ামলীগ নেতা হাজী আবুল কাশেম ইঞ্জিনিয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা যুবলীগ নেতা হাজী ইস্রাফিল আলম, উপাধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো. জহিরুল ইসলাম, অব: গোলাম মোস্তফা, মাহবুবুর রশীদ মেম্বার, মো. বিল্লাল হোসেন। মো. কাউছার আলমের পরিচালনায় বক্তব্য রাখেন মো. তাজুল ইসলাম, জামাল হোসেন, মো. জাকির হোসেন প্রমুখ। ‘গ্রাম হবে শহর’ এই স্লোগানকে কেন্দ্র করে মুজিব শতবর্ষে উন্নয়নের রোল মডেল জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন ২ নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের প্রার্থী হিসেবে তাকে মনোনীত করার জন্য এলাকাবাসীর নিকট দোয়া ও সমর্থন চান।