
জলাবদ্ধতা মুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়তে অভিযানে নেমেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। এই পরিচ্ছন্ন অভিযান চলবে চলতি বছরের জুন মাস পর্যন্ত। নগরীর মুন্সেফ কোয়ার্টার, মফিজাবাদ কলোনি, শাসনগাছা ডাক বাংলা, কাপ্তান বাজার বেপারী পুকুর পাড় এবং উওর রেইসকোর্স খাল এবং নবাববাড়ি চৌমুহনী থেকে কান্দি খাল পরিস্কারের মধ্যদিয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযান শুরু কুমিল্লা সিটি কর্পোরেশন। যত্রতত্রে মায়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে পালানোর জন্য নগরবাসিন্দাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট ভিতর, মাইকিং ও ব্যান্ড পার্টি বাজনার ব্যতিক্রমি উদ্দ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন।
বুধবার লিফলেট ভিতর, মাইকিং ও ব্যান্ড পার্টি বাজনার মাধ্যমে বাসিন্দাদের সচেতনতায় নগরীর মফিজাবাদ কলোনি, শাসনগাছা ডাক বাংলা ও কাপ্তান বাজার বেপারী পুকুর পাড়ে পরিচ্ছন্নতা অভিযান চালাতে যায় সিটি মেয়র মনিরুল হক সাক্কু নিজেই। এসময় তিনি বলেন, ১৩ বছর যাবত প্রতিবছর অভিযান চালিয়ে এবং নানা প্রচারণা চালিয়ে নগরবাসিন্দাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হয়নি। আমরা চাই নগরীর জলাবদ্ধতা নিরসন, যত্রতত্রে ময়লা আবর্জনা না ফেলে পরিবেশ সুন্দর রাখুক। তাহলে আমরা নিয়মিত পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে কুমিল্লা নগরীকে একটি ক্লিন শহরে রূপান্তরিত করতে পারবো।
পরিচ্ছন্নতা অভিযানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু ছাড়াও এসময় উপস্থিত ছিলেন,নগরীর ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদুর রহমান মাসুদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল, চীফ ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ নুরউল্ল্যাহ, ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূইয়া এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা।
