ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মানবপাচারেরর অভিযোগে রাজধানীতে দুজনকে গ্রেপ্তার
Published : Monday, 1 February, 2021 at 4:08 PM
মানবপাচারেরর অভিযোগে রাজধানীতে দুজনকে গ্রেপ্তার মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারেরর অভিযোগে রাজধানীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এরা হলেন- জালিস মাহামুদ (৩২) ও অমল জয়ধর (৪১)। তাদের বিরুদ্ধে বনানী থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।

সোমবার ভোরে পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক জানান।

তাদের কাছ থেকে ৭১টি পাসপোর্ট, মালয়েশিয়ার ১১টি জাল ভিসা, ফ্রান্সের তিনটি জাল ভিসা, ২৪টি ভুয়া বিএমইটি ছাড়পত্রের ফটোকপি, আটটি ভুয়া মেডিকেল সার্টিফিকেট ও ১০টি ভুয়া বিমান টিকেট জব্দ করা হয়।

এক সংবাদ সম্মেলনে ওমর ফারুক বলেন, এরা বিভিন্ন জায়গা থেকে মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে লোক সংগ্রহ করছে।

“চক্রটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অনুমোদন ছাড়া, তাদের কোনো রিক্রুটিং এজেন্সি বা লাইসেন্স না থাকা সত্ত্বেও চাকুরি ভিসায় মালয়েশিয়া পাঠানোর কথা বলে টাকা নিয়ে প্রতারণা করে।”