ইস্টার্ন মেডিকেল কলেজসহ কুমিল্লায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Published : Monday, 1 February, 2021 at 12:00 AM
গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন চিকিৎসা অনুষদের ব্যবস্থাপনায় ৩য় পেশাগত এমবিবিএস পরীক্ষা প্রায় ১৭টি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজসমূহে একযোগে শুরু হয়েছে।
উল্লেখ্য উক্ত পেশাগত পরীক্ষায় কোভিড-১৯ দূর্যোগকালীন সময়ে মে’ ২০২০ সালে অনুষ্ঠানের নিয়মিত তারিখ থাকিলেও দীর্ঘ প্রায় ৭ মাস পরে অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লাস্থ সরকারি ও বেসরকারি ৪টি মেডিকেল কলেজে পরীক্ষা শুরুর প্রথম দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার কুমিল্লা মেডিকেল কলেজসহ ৩টি বেসরকারি মেডিকেল কলেজ যথাক্রমে ইস্টার্ন মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ এর পরীক্ষা কেন্দ্রসমূহ চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, ডেপুটি রেজিষ্ট্রার এ কে এম মাহফুজুল হক খোকন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মেজবাহুল মোকাররবিন, সহকারী অধ্যাপক আতিফুর রহমানসহ অন্যরা পরিদর্শন করেন।
দুপুর ১২টায় কুমিল্লা কাবিলাস্থ ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপাচার্যকে স্বাগত জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত প্রতিনিধি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকম-লী।
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীন চিকিৎসা অনুষদের দিক নির্দেশনায় কোভিড-১৯ দূর্যোগকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকটি মেডিকেল কলেজের পরীক্ষা কেন্দ্র সমূহ প্রস্ততি গ্রহণ পূর্বক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লাস্থ বিভিন্ন কলেজসমূহে যথারীতি বাংলাদেশ, ভারত, নেপাল সহ অন্যান্য বিদেশি ছাত্র/ছাত্রীরা প্রায় ১ মাস পূর্ব হতেই স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ক্যাম্পাসে হলে অবস্থান করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।