
কুমিল্লার বরুড়ায় রক্তঋণ সামাজিক সংগঠনের উদ্যোগে “সময়ের প্রয়োজনে আমরা” এই প্রতিপাদ্যের আলোকে শীর্তাথদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় রক্তঋণ প্রবাসী ফোরামের সার্বিক সহযোগিতায় বরুড়া উপজেলা পরিষদ মিলানায়তনে সংগঠনের সভাপতি গাজী কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আনিসুল ইসলাম। রক্তঋণ সংগঠনের সিনিয়ির সহ সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ কামাল হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহম্মেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রোটাঃ ওমর ফারুক, রক্তঋণ সংগঠনের উপদেষ্ঠা কমিটির সদস্য কাজী মমিন উল্লাহ ভুঁইয়া, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আহমেদ, মেসার্স সফিক ট্রেডার্সের সত্তাধিকারী মোহাম্মদ নোমান, রক্তঋন প্রবাসী ফোরামের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক। অনুষ্ঠান শুরুতে কোরাআর তেলাওয়াত করেন মুহাম্মদ আবদুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আওলাদ হোসেন সিয়াম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক জাহিদ হাসান শোভন সহ সকল সদস্যবৃন্দরা। শেষে প্রায় ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।