এর মধ্যেই
গত ১৬ জানুয়ারি থেকে সারা দেশে শুরু হয়েছে করোনার টিকাদানের প্রক্রিয়া।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি কোভিশিল্ড
এবং হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দেওয়া হচ্ছে
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মতো প্রথম সারির কোভিড যোদ্ধাদের।
কিন্তু দুই টিকা নিয়েই নানাবিধ গুজব, রটনা, ভুয়ো ও মিথ্যা খবর ছড়াচ্ছে
সারা দেশেই। ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা না করেই অনুমোদন দেওয়া হয়েছে, প্রয়োগে
বিরূপ প্রতিক্রিয়া হতে পারে— এমন নানা আলোচনা, সমালোচনা ফিরছে মুখে মুখে।সেই
সব রুখতেই এ বার চিঠি লিখে রাজ্যগুলিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলল
কেন্দ্র। গত সপ্তাহে অজয় ভাল্লার ওই চিঠিতে বিপর্যয় মোকাবিলা আইন এবং এই
সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে,
কোভিড টিকা নিয়ে এই সব গুজব, ভুয়ো খবর, রটনা বা মিথ্যে তথ্য ছড়ানো রুখতে
ওই সব আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি, কোনও ভুয়ো খবর ছড়ালে সেই সংক্রান্ত
আসল তথ্য দিয়ে প্রচার চালাতে হবে।