ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বন্দীর নারীসঙ্গ কেলেংকারির জেরে ৪ কারা কর্মকর্তা প্রত্যাহার
Published : Monday, 25 January, 2021 at 6:47 PM
বন্দীর নারীসঙ্গ কেলেংকারির জেরে ৪ কারা কর্মকর্তা প্রত্যাহার''তদন্ত করে আমরা পাঁচ জনের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে চারজনকে প্রত্যাহার করা হয়েছে। বাকি একজন সিনিয়র জেল সুপার হওয়ায় তাকে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। তাকেও দ্রুত প্রত্যাহার করা হবে বলে আশা করছি।''
এর আগে এই ঘটনায় জেলার নূর মোহাম্মদ, ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইনস্ট্রাক্টর মোঃ. আবদুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়।
সিনিয়র জেল সুপার রত্না রায়কে প্রত্যাহারের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দোষী জেল সুপার, জেলারসহ জড়িত সব কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত চলছে। এই ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।