ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে কৃষি সচিব
মো. হাবিবুর রহমান
Published : Sunday, 24 January, 2021 at 8:23 PM

কুমিল্লার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে কৃষি সচিবকৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার শনিবার দুপুরে আকস্মিক কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি দাউদকান্দিতে আইপিএম মডেল ইউনিয়নে বিষমুক্ত সবজি উৎপাদন কার্যক্রম, মুরাদনগরে রবি ফসলের মাঠ ও সবজি বাজার এবং দেবিদ্বারে মৌখামার ও সরিষা প্লট ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কৃষি বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মনজিৎ কুমার মল্লিক, কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শাহনাজ রহমান, দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামান, মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ, দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজ ও দাউদকান্দির উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৈয়দ জামান প্রমুখ।
সচিব মো. রুহুল আমিন তালুকদার ‘পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প’ এর আওতায় আইপিএম পদ্ধতিতে সবজি উৎপাদনে কৃষকের মার্কেট লিংকেজ তৈরীর প্রস্তাব করেন।