গবেষকরা
কৃত্রিম ভাবে বানিয়েছেন অত্যন্ত হাল্কা ‘অ্যারোজেল’। যা স্পঞ্জের মতো জল
শুষে নিতে পারে। আর সেটা করার জন্য সেই অ্যারোজেলটিকে বাইরে থেকে তাপ বা
বিদ্যুৎশক্তি জোগাতে হয় না। অ্যারোজেলটি বাতাস থেকে জল শুষে নিতে পারে
স্বতঃস্ফূর্ত ভাবে। শুধু তাই নয়, তার থেকে জল বার করে নিতে অ্যারোজেলটিকে
চেপে ধরতেও হয় না।গবেষণাপত্রটির দাবি, ১ কিলোগ্রাম ওজনের
অ্যারোজেলটি থেকে অন্তত ১৭ লিটার জল পাওয়া যেতে পারে। অ্যারোজেলটি বানানো
হয়েছে একটি পলিমার দিয়ে। যে পলিমারটি বাতাস থেকে জল শুষে নিতে পারে এক
নিমেষে। অ্যারোজেলটি বাতাস থেকে জল টেনে বার করে এনে নিজের ভিতরে তাকে তরল
অবস্থাতেই রাখে। পরে সেই জল বার করে দেয়।গবেষকরা দেখেছেন, যে দিনের
তাপমাত্রা বেশি, সেই দিনে অ্যারোজেলটি আরও দ্রুত গতিতে বাতাস থেকে জল টেনে
বার করতে পারে। বাতাসে থাকা জলীয় বাষ্পের ৯৫ শতাংশই শুষে নিয়ে তাকে তরল জলে
বদলে দিতে পারে অ্যারোজেলটি।