শনিবার
টুইট করে ভন লেখেন, ‘প্রথম ৩ ব্যাটসম্যানের মধ্যে যে মাথা ঠাণ্ডা করে
ভারতের মাটিতে খেলতে পারতো তাকেই রাখা হয়নি প্রথম ২ টেস্টে। নিজেদের মাঠে
বিশ্বের সেরা দল ভারত, তাদের বিরুদ্ধে খেলতে যাচ্ছে দল।’। ইংল্যান্ডের
ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর কথা বুঝিয়েছেন ভন।শ্রীলঙ্কার বিরুদ্ধে
খেলছে ইংল্যান্ড দল। বেয়ারস্টো সেই দলে রয়েছেন। ভারতের বিরুদ্ধে তাঁকে
বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। ভারতের মাঠে তাদের বিরুদ্ধে খেলতে এসে দলের
অন্যতম সেরা ব্যাটসম্যানকে বিশ্রাম দেওয়াটাই মেনে নিতে পারেননি ইংল্যান্ডের
প্রাক্তন ওপেনার।